রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি সভা ও শপথ

রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি সভা ও শপথ

৩০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উপজেলা শাখার পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুর উপজেলার একটি রেস্টুরেন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম খাঁন, শাহ আলম ও এজাজ হোসেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়া হয়। এ কর্মসূচির আয়োজন করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রায়পুর উপজেলা কমিটি।

ফিরে যান